Sunday, August 24, 2025

শিল্পে জোয়ার, আরও কর্মসংস্থান! তথ্যপ্রযুক্তিতে দুই ব্রিটিশ সংস্থার লগ্নি রাজ্যে

Date:

রাজ্যে আরও শিল্প (Industry) আসছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে খুলে যাচ্ছে বিদেশি লগ্নির দুয়ার। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার যে কাজ করেছে, সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গে (West Bengal) লগ্নির (Invest) ঝুলি নিয়ে পা রাখছে দুই ব্রিটিশ তথ্যপ্রযুক্তি (Information and Technology) সংস্থা। সোমবার রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) সঙ্গে সেই মর্মে বৈঠক হল। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ (British) প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।

সোমবার রাজ্যে এসেছে ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তারা সোম ও মঙ্গলবার বাংলা সফরে ঘুরে দেখবেন শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও রয়েছেন। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। রাজ্যের কাজ দেখে ব্রিটিশ শিল্পপতি তথা লগ্নিকারীরা খুশি। রাজ্যের তরফে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। রাজ্যে শিল্প পরিকাঠামো এখন অনেক উন্নত। এক জানালা সিস্টেমে এখন কাজ হয়। বাংলায় রয়েছে দক্ষ কর্মী, কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা এখানে কম। ফলে অনুকূল পরিবেশে তাঁরা লগ্নি করতে আগ্রহী হয়েছে। বাবুল আরও জানান, ব্রিটিশ প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম ও টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখে। বিনিয়োগে ইচ্ছুক রেডকের প্রতিনিধি সূর্যপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জানুয়ারি থেকে কলকাতার দফতর চালু করছি আমরা। আগামী বছর জুনের মধ্যে ৫৬০-৫৮০ জন কর্মী নিয়োগ হবে। প্রেফারির জিএম সৌরভ সেনগুপ্ত বলেন, আমরা কলকাতার দফতর চালু করব নতুন বছরেই। ৪০-৪৫ জন কর্মী নিয়োগ করা হবে সেখানে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version