Tuesday, November 11, 2025

অধ্যক্ষরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিধানসভায় অভিযোগ বিমানের

Date:

অধ্যক্ষেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না ৷ বিধানসভায় আরও একবার এমনই অভিযোগ শোনা গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে । কয়েকদিন আগেই তিনি সর্বভারতীয় অধ্যক্ষদের সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

অধ্যক্ষের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মঙ্গলবার আবারও অভিযোগ করেন তিনি । এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না । তাদের বাড়িতে ইডি, সিবিআইকে দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে ।

অধ্যক্ষদের সম্মেলনে মূল বিষয় ছিল, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট রুলস – গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংসদ ও বিধায়কদের ভূমিকা’। সেখানে আমি বলেছি আইনসভার সদস্যরা, ভয়হীনভাবে কাজ করতে পারছেন না । এমনও দেখা যাচ্ছে যাঁরা বিধানসভাতে রয়েছেন, তাঁদের বাড়িতে ইডি এবং সিবিআই রেড করে দিয়েছে । এতে তাঁরা ব্যস্ত হয়ে পড়েন, তাঁদের মানসিক ভারসাম্য নষ্ট হয় । এটা কোনওভাবেই বাঞ্ছনীয় নয় । সেটা আমি বলেছি ।”

তিনি আরও বলেন, এই রাজ্যে ওই ধরনের ঘটনা ঘটেছে । বিধানসভায় মিটিং করতে এসেছিলেন এক বিধায়ক ৷ তাঁর বাড়িতে সিবিআই হানা দেয় । আমরা তদন্তকারী অফিসারদের বারবার অনুরোধ করেছি । এধরনের সমনের ক্ষেত্রে আগে বিধায়ককে এবং বিধানসভাকে জানানো হোক । কিন্তু কার্যক্ষেত্রে তা মানা হচ্ছে না ।

একইসঙ্গে এদিন অধ্যক্ষ জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে । এই অধিবেশন চলবে ১০-১১ দিন ৷ তবে এই অধিবেশনে কী কী বিল আসতে পারে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া তিনি দেননি । বলেছেন, গোটা বিষয়টি বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আলোচনা করে ঠিক করা হবে ।

এদিন অপরিজিতা বিল নিয়েও তাঁর কাছে প্রশ্ন করা হয় । অধ্যক্ষ বলেন, রাজ্যপাল জানিয়েছেন এই বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে । এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই । তিনি বলেন, বিল বিধানসভায় পাশ করে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে । এরপর তা নিয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই ।

আরও পড়ুন- ২৫ নভেম্বর শুরু শীতকালীন অধিবেশন, চলবে কত দিন?

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version