Sunday, November 9, 2025

অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হেরে কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপট দেখালেও , অ্যাডি লেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং , সব জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে দলে না থাকলেও, দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ম্যাচে ফিরেই হার । আর এই হারে হতাশ ভারত অধিনায়ক। বললেন, ম্যাচ জেতার মতো ভালো খেলতে পারিনি।

 

ম্যাচ শেষে রোহিত বলেন, “ একটা খারাপ সপ্তাহ গেল। ম্যাচ জেতার মতো ভালো খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে। ম্যাচ জেতার সুযোগ আমাদের কাছেও ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। সেই জন্যই হারতে হয়েছে। এবার সামনের দিকে তাকাতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। যেগুলো ভালো দিক আছে, সেগুলো নিয়ে ভাবতে হবে। পারথে যেভাবে জিতেছি। যেই খেলা খেলা হয়েছিল সেটা এখানে হয়নি ।“ এখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেন, “ পারথে আমরা যেভাবে জিতেছি, সেটা খুব খুব স্পেশাল ছিল। এখানেও আমরা সেই কাজটাই করতে চেয়েছিলাম। কিন্তু টেস্ট ম্যাচের নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আমরা জানতাম গোলাপি বলে আমাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর সেখানে অস্ট্রেলিয়া সব দিক থেকেই ভালো খেলেছে।“

পারথ টেস্টে দাপুটে বোলিং করেছিলেন যশপ্রীত বুমরাহ। পাশাপাশি যশস্বী জসওয়াল , বিরাট কোহলিরাও ব্যাট হাতে দাপট দেখান । কিন্তু দ্বিতীয় টেস্টে বিরাট কিংবা যশস্বী কেউ রান পাননি। বুমরাহ প্রথম ইনিংসে নেন চার উইকেট। চার উইকেট নেন মহম্মদ সিরাজও। বুমরাহ আর সিরাজ ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। রোহিত বলেন, “ বুমরাহর মতো পেসার সবাই দলে চায়। তাই বলে ও একাই বার বার আমাদের জেতাবে সেটা হতে পারে না। বুমরাহর সঙ্গে সিরাজ দায়িত্ব ভাগ করে নিয়ে প্রথম ইনিংসে চারটে উইকেট পেয়েছে। এটাই আমরা চাই। সব সময় বুমরাহ উইকেট পাবে না। বাকিদেরও এগিয়ে আসতে হবে। “ এরপরই ভারত অধিনায়কের সংযোজন, “ব্যাটারদের জন্যও আমরা একই কথা বলে থাকি। বার বার একই ব্যাটার রান করতে পারবে না। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। এটা সবাইকে বুঝতে হবে। টেস্ট বা সিরিজে জিততে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে।“

আরও পড়ুন-দিন-রাতের টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের র‍্যাঙ্কিং-এ ধাক্কা ভারতীয় দলের 


Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version