কবে হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম ? এল বড় আপডেট

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে দশ দল তাদের পছন্দের ক্রিকেটারকে ধরে রেখছে। আর এবার জল্পনা মেগা নিলামকে কেন্দ্র করে। কবে বসবে এই মেগা নিলাম। আর এবার এল বড় আপডেট। ভারতীয় বোর্ড সূত্রের খবর নভেম্বরের শেষের দিকে দুদিন ধরে বসতে চলছে আসন্ন ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর।

বোর্ড সূত্রের খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। জন যাচ্ছে, সৌদি আরবের রাজধানী রিয়াধে নিলামের আয়োজন করা হচ্ছে। এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, ‘‘চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। সব কিছু হয়ে গেলেই সরকারিভাবে সব ঘোষণা করা হবে।”

সূত্রের খবর, রিয়াধে গিয়ে আগেই নিলামের সম্ভাব্য জায়গা দেখে এসেছেন বোর্ড কর্তারা। সোমবার বোর্ডের আর একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন। জন যাচ্ছে, তাঁরা সব কিছু চূড়ান্ত করবেন।

আরও পড়ুন- কিউইদের কাছে সিরিজ হারতেই লজ্জার নজির গড়লেন রোহিত, ছুঁলেন পাতৌদিকে