পারথে ব্যাট হাতে দাপট যশস্বীর, গড়লেন একাধিক রেকর্ড

পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের তরুণ তুর্কী।

চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পার‍থে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী জসওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখালেন তিনি। করলেন ১৬১ রান। যা ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের রেকর্ড।

পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের তরুণ তুর্কী। অজি ভুমিতে প্রথমবার খেলতে নেমে প্রথম ভারতীয় হিসাবে পারথে ১৫০ করলন তিনি। এছাড়াও, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে শতরান করার রেকর্ড গড়লেন যশস্বী। ওপরদিকে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির এতদিন ছিল সুনীল গাভাস্করের দখলে। রবিবার সেই নজির ভেঙে দেন ভারতের তরুণ ব্যাটার। শুধু তাই নয়, পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের ইনিংসও খেললেন যশস্বী। এর আগে সর্বোচ্চ ১২৭ রান করেছিলেন গাভাস্কর। এছাড়াও ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার নজির যশস্বীর দখলে।

এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন যশস্বী। কে এল রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের, গাভাস্করের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে।

আরও পড়ুন- দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিত