ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিতে পারেন অবসর। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ফুটবল বিশ্বে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এক সাক্ষাৎকারে সিআর সেভেন নিজেই জানিয়েছেন যে, তিনি এই মরশুম শেষে অবসর নিতে পারেন। তবে এর মধ্যেও রেখেছেন ধোঁয়াশা।
এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘আমি এই মরশুমের শেষে অবসর নিতে পারি। আবার যদি অবসর না নি, তাহলে 40-41 বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারি। তবে অবসর নিয়ে আমি খুব একটা ভাবিনি। আমি বর্তমান সময় উপভোগ করতে ভালবাসি। আর সেটাই করতে চাই।’ এর পাশাপাশি তিনি এমনটাও দাবি করেছেন যে, তাঁর চেয়ে বেশি রেকর্ড আর কোনও ফুটবলারের নেই।

আরও পড়ুন-হাতে নেই রক্ষাকবচ, চিদাম্বরমের আইনের শুনানি শুক্রবার
