হাতে নেই রক্ষাকবচ, চিদাম্বরমের আইনের শুনানি শুক্রবার

আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে পি চিদাম্বরমকে। বুধবার শুনানি হওয়ার জন্য শেষমেশ তালিকাভুক্ত করতে পারেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। অযোধ্যা মামলার শুনানি শেষ হতেই এজলাস থেকে বেরিয়ে যান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতির কাছে আবেদন করার কোনও সুযোগ পাননি চিদাম্বরমের আইনজীবী। এরপর রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করেন কপিল সিব্বলরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অফিসে গিয়ে দেখা করেন রেজিস্ট্রি অফিসার।

প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের হাতে এখন আর রক্ষাকবচ নেই। লুক আউট জারি করেছে ইডি। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, বেশ কয়েকটি জায়াগায় চিদাম্বরমের খোঁজ চালায় ইডি ও সিবিআইয়ের আধিকারিকরা। চিদাম্বরম ‘বেপাত্তা’ বলে দাবি করেন তাঁরা।

আরও পড়ুন-লেক কালীবাড়ি ঢেলে সাজছে, ঘোষণা ফিরহাদের

 

Previous articleলেক কালীবাড়ি ঢেলে সাজছে, ঘোষণা ফিরহাদের
Next articleমরশুম শেষে অবসর নিতে পারেন রোনাল্ডো?