লেক কালীবাড়ি ঢেলে সাজানোর কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কালীবাড়িকে আগামী 30 বছরের লিজে 5992.2 বর্গফুট জমি বিনামূল্যে দেওয়া হল। সঙ্গে আলোকসজ্জাসহ আরও কিছু কাজ করে দেবে পুরসভা। মন্দিরের পরিবেশ সুরক্ষা, নগর বনায়ন, সৌন্দর্যায়ণের কাজ হবে। মন্দির কর্তৃপক্ষ খুবই খুশি। ঘোষণার সময় তাঁরাও ছিলেন। আরও ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-আত্মসমর্পনের শর্তে মুকুলকে জামিন
