Thursday, December 18, 2025

রাজনীতির সঙ্গে খাবার মিশিয়ে পোস্ট !

Date:

Share post:

ভাইরাল অতীশ সিনহার প্রচার ব্র্যান্ডেড আইটেমস। মাঝে কোয়ালিটি চেকের লোগো। আর ঠিক তার চার পাশে মশলা, খাবারের কন্টেনার। এই কন্টেনার এবং পাকেটগুলিতেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি। এই মুহূর্তে যাঁরা বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে। পোস্টের প্রথমেই রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যেখানে ডালের প্যাকেটে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং চালের প্যাকেটে শোভন চট্টোপাধ্যায়ের ছবি। যা খুবই প্রাসঙ্গিক। বিজেপিতে যোগদানের পর রাজ্য বিজেপির দফতরে শোভন-বৈশাখীর সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শোভন- বৈশাখীকে ভাত-ডালের সঙ্গে তুলনা করেন। আর তাতে বেজায় চটে যান বৈশাখী। অতীশ সিনহার পোস্টে ডাল-ভাতে উঠে এল শোভন-বৈশাখী। এই ছবি দুটির পরই দেবশ্রী রায়ের ছবি একটি মিষ্টির কন্টেনারে । রাইদীঘির বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা। শোভন-বৈশাখী যেদিন বিজেপিতে যোগ দেন সেদিনই নাকি দেবশ্রীর যোগদানের কথা ছিল। দিল্লির বিজেপি দফতরে দেখাও গিয়েছিল তাঁকে। কিন্তু শোভনের আপত্তি থাকায় ভেস্তে যায় দেবশ্রীর যোগদান। অতীশ সিনহার পোস্টে দেবশ্রীর ছবি দেখা গেল মিষ্টির কন্টেনারে । লুচি আলুরদম ইস্যু থেকে খবরের শিরোনামে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র এবং রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। পোস্টে রয়েছেন তিনিও। তাঁর মুখ বসানো হয়েছে আলুরদম মশলার প্যাকেটে। রাজনৈতিক মহলে চাণক্য নামে পরিচিত বিজেপি নেতা মুকুল রায়ের ছবি বসানো হয়েছে ‘ম্যাংগো চাটনি’র পকেটে। রাজনৈতিক ব্যাখ্যার দিক থেকে যা অত্যন্ত প্রাসঙ্গিক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দারজিলিং চায়ের প্যাকেটে। মাজারছলে অতীশ সিনহার এই পোস্ট রাজনৈতিক দিক খুবই অর্থবহ। আর যে কারণে পোস্টটি নিমেষে ভাইরাল হয়েগিয়েছে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...