বিয়ের কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পিষে গেলেন বর-কনে!

পরিণতি মর্মান্তিক। বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই দূর্ঘটনায় পিষে গেলেন দম্পতি।

দুঃসহ এই ঘটনাটি ঘটেছে শুক্রবার, টেক্সাসে। 19 বছরের হারলে মরগ্যান এবং 20 বছরের রিয়ানন বোডরিআক্সের বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে। কিশোর বয়সে সে বন্ধুত্ব গড়ায় প্রেমে। সাবালক হওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতোই দীর্ঘ পরিকল্পনার শেষে, দুই পরিবারের উপস্থিতিতে বিয়েও করেন তাঁরা। গাঢ় স্যুট এবং সাদা গাউনে অপূর্ব দেখাচ্ছিল তাঁদের। বিয়ের পরে চার্চ থেকে বেরোন তাঁরা, রিসেপশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু যাওয়া হল না।
পুলিশ জানিয়েছে, গির্জা থেকে বেরিয়ে সদ্যপরিণীতা স্ত্রী-কে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন 19 বছরের হারলে। রিসেপশনের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পেছনেই অন্য কয়েকটি গাড়িতে ছিলেন দু’জনের পরিবারের সদস্যরা।আচমকা একটা বিশাল ট্রাক এসে জোর ধাক্কা দেয় হারলে-রিয়াননের গাড়িটি! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক বার শূন্যে পাক খেয়ে আছড়ে পড়ে গাড়িটি। মুহূর্তেই রক্তে ভেসে যায় বিয়ের পোশাক পরা দু’টি তরুণ শরীর।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক মদ্যপ ছিল।