সোদপুরে নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ

নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার সোদপুর বারসাত রোডের এইচবি মোড় এলাকা।পুলিশ বিনা প্ররোচনায় নির্বিচারে লাঠি ও আক্রমণ শানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।পুলিশকে ধিক্কার ও লজ্জার স্লোগান ক্ষুব্ধ জনতার।দীর্ঘদিন ধরে জমা জলে ডুবে রয়েছে গোটা এলাকা। সাপ ও জল বাহিত রোগের আতঙ্কে ঘর বন্দী প্রায় কয়েকশো পরিবার। তবে এবার প্রশাসনের তরফে কয়কেটি পাম্প লাগিয়ে দায় সেরেছেন। পাম্পের দ্বারা জল তুলেও লাভ হয়নি। এলাকার মানুষ একত্রিত হয়ে আন্দোলনে নামে। প্ল্যাকার্ড লিখে রাস্তা অবরোধ করে এইচবি মোড় ও অমরাবতী মোড়ে।

আরও পড়ুন-নৈহাটিতে ট্রেনের বারপোস্টে ধাক্কা খেল 19 বছরের যুবক