Tuesday, December 16, 2025

সোমবার বর্ধমান সফরে ফের একবার তৃণমূল স্তরের মানুষের জন্য প্রশাসনের মাথায় থাকা আধিকারিকদের কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী ।

সোমবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকের শুরুতেই ‘জলশ্রী’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি কেরলের হাউস বোটের মতো গঙ্গায় ভেসেছে ‘গঙ্গাশ্রী’ ও ‘জলশ্রী’ নামে দুটি হাউস বোট। কিন্তু সোমবারের ‘জলশ্রী’ প্রকল্প একেবারেই আলাদা। অনাবৃষ্টি থেকে জেলার মানুষকে স্বস্তি দিতে তৈরি এই প্রকল্প। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডেঙ্গি দমনে রাজ্যজুড়ে বিশেষ নজর দিতে।

মিড ডে মিল নিয়ে হওয়া জটিলতা প্রসঙ্গেও এদিন নতুন পথের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিল-কে একশো দিনের কাজ যুক্ত করা যায় কিনা তা নিয়ে আলোচনা করার কথা জানান তিনি।

এমনকি, বাংলা আবাস যোজনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 8 লাখ 30 হাজার বাড়ি হবে বাংলা আবাস যোজনায় রাজ্য জুড়ে। কিন্তু এই বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে জাল হওয়ার অভিযোগ উঠেছে। আর তারই সূত্র ধরে এদিন অভিযোগ ওঠে যাদের দোতলা বাড়ি আছে, এমন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এরপরই জেলাশাসক-কে কঠোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বলেন, কোনো ডুপ্লিকেট বাড়ি যেন না হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কিছু লোক ‘দুষ্টুমি’ করেছে। তা যাতে আর না হয় তাও দেখা নির্দেশ এদিন দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ডি.এস.ওর প্রতিনিধিদল আজ বিকাশ ভবনে

 

Related articles

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...
Exit mobile version