বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর সেই অপপ্রচারকে উড়িয়ে মোক্ষম জবাব দিলেন সাধু-সন্ত থেকে শুরু করে মহানগরের আমজনতা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় থাকতে কোনও সমস্যা হয় না। কেউ বিরক্ত করে না। উল্টে সাহায্য করেন শাসকদলের কর্মীরা। মা-বোনেরা রাত দুটোতেও নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারেন- জানালেন কলকাতার ব্যবসায়ী।
বাংলাকে দেশের সামনে ছোট করার, নিচু দেখানোর প্রবণতা রয়েছে বিজেপি তথা মোদি সরকারের। সেই কারণে তাদের পেটুয়া গদি মিডিয়া দিয়ে দেশের সামনে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে কলকাতাতে খুন, জখম, ধর্ষণ চলছে, বাংলা জ্বলছে। এক হিন্দি সংবাদ মাধ্যমের সাংবাদিক সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন কলকাতার এক নাগরিককে। উত্তরে তিনি জানান, “গুগল করে দেখুন দেশের মধ্যে নিরাপত্তা শহর কোনটা। কলকাতায় রাত দুটোতেও আমাদের মা-বোনেরা রাস্তায় বের হতে পারেন। এখানে ধর্মের নামে রাজনীতি হয় না। এখানে রাজনীতির বিষয় উন্নয়ন, জিডিপি, মানুষের দৈনন্দিন চাহিদা। যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে খবর করে, তারাই বাংলাকে জ্বলতে দেখে। আসল চিত্রটা একেবারেই উল্টো- সাফ জানিয়ে দিলেন কলকাতার ওই ব্যবসায়ী।
গদি মিডিয়ার আর এক অপপ্রচার- বাংলায় না কি হিন্দুরা আক্রান্ত। সর্বভারতীয় সেই সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল সাধু-সন্তদের কাছে। তাঁরা এক কথায় জানিয়ে দিলেন, বাংলায় কোনও সমস্যা হয় না। কেউ তাঁদের বিরক্ত করে না। উল্টে সম্মান করে। তাঁদের ‘সাধুবাবা’ বলে সম্মোধন করে। কোনও সমস্যায় পড়লে তৃণমূলের কর্মীরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তৃণমূলের কোনও নেতা-কর্মী বা দলীয় মুখপত্র নয়, এই সংবাদ এক হিন্দি সংবাদমাধ্যমের- যেখানে মহানগরবাসী জানিয়ে দিল শান্তিতে, উন্নয়নে, নিরাপদে রয়েছে বাংলা।
আরও পড়ুন – রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল
_
_
_
_
_
_
_
