Saturday, November 1, 2025

সিন্ধুর কৃতিত্বে গর্বিত মোদি থেকে মমতা! টুইট বন্যায় ভাসছেন সোনার মেয়ে

Date:

সুইজারল্যান্ডের বাসেলে মহিলা বিভাগে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আর ইতিহাসে নাম লেখালেন হায়দরাবাদী বছর চব্বিশের তরুণী। খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অলিম্পিকে রুপো জয়ী গোপীচদের বাধ্য ছাত্রীটি।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রবিবার ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র 16 মিনিটে 21-7 ফলে প্রথম গেম জিতে নেন হায়দরাবাদী শাটলার। পরের গেমও ও 21-7 ব্যবধানে জিতে নেন সিন্ধু। একতরফা খেলে মাত্র 38 মিনিটেই চ্যাম্পিয়ন হন ভারতীয় শাটলার।

সিন্ধুর জয়ের পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাডমিন্টনের জন্য তাঁর আবেগ ও পরিশ্রম অনুপ্রেরণাদায়ী। তাঁর সাফল্য বাকিদের অনুপ্রেরণা দেবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো।’

পিভি সিন্ধুকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে লিখেছেন, ‘বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। গোটা দেশকে গর্বিত করেছে সিন্ধু। কোর্টে তোমার ম্যাজিক, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মুগ্ধ করে দেয়। লক্ষাধিককে অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শুভেচ্ছা।’

ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। ভারত সিন্ধুকে নিয়ে গর্বিত। চ্যাম্পিয়নকে সবরকম সহযোগিতা করবে সরকার।’

Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version