Sunday, November 2, 2025

সিন্ধুর কৃতিত্বে গর্বিত মোদি থেকে মমতা! টুইট বন্যায় ভাসছেন সোনার মেয়ে

Date:

সুইজারল্যান্ডের বাসেলে মহিলা বিভাগে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আর ইতিহাসে নাম লেখালেন হায়দরাবাদী বছর চব্বিশের তরুণী। খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অলিম্পিকে রুপো জয়ী গোপীচদের বাধ্য ছাত্রীটি।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রবিবার ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র 16 মিনিটে 21-7 ফলে প্রথম গেম জিতে নেন হায়দরাবাদী শাটলার। পরের গেমও ও 21-7 ব্যবধানে জিতে নেন সিন্ধু। একতরফা খেলে মাত্র 38 মিনিটেই চ্যাম্পিয়ন হন ভারতীয় শাটলার।

সিন্ধুর জয়ের পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাডমিন্টনের জন্য তাঁর আবেগ ও পরিশ্রম অনুপ্রেরণাদায়ী। তাঁর সাফল্য বাকিদের অনুপ্রেরণা দেবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো।’

পিভি সিন্ধুকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে লিখেছেন, ‘বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। গোটা দেশকে গর্বিত করেছে সিন্ধু। কোর্টে তোমার ম্যাজিক, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মুগ্ধ করে দেয়। লক্ষাধিককে অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শুভেচ্ছা।’

ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। ভারত সিন্ধুকে নিয়ে গর্বিত। চ্যাম্পিয়নকে সবরকম সহযোগিতা করবে সরকার।’

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version