Saturday, November 1, 2025

স্টোকসের অপরাজিত শতরানে অ্যাশেজে সমতায় ফিরল ইংল্যান্ড

Date:

বিশ্বকাপের নায়ক হয়ে উঠলেন অ্যাশেজেরও নায়ক। কথা হচ্ছে বেন স্টোকসকে নিয়ে। কার্যত তাঁর অপরাজিত শতরান লিডসে অ্যাশেজ টেস্ট জয় এনে দিল ইংল্যান্ডকে। এক উইকেটে 76 রানের পার্টনারশিপই ব্রিটিশদের এই জয় এনে দেয়। এর ফলে অ্যাশেজে সমতা ফেরাল ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল 359 রান। তৃতীয় দিনের শেষে 3 উইকেট হারিয়ে 156 রান তোলে ব্রিটিশ বাহিনী। তখন অপরাজিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তখন তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বেন স্টোকস। কিন্তু তৃতীয় দিনের শেষে তাঁর সংগ্রহ ছিল মাত্র 2। চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 203 রান। আর উল্টোদিকে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল 7 উইকেটের।

তবে এ দিনের শুরুতেই নাথান লিঁয়র বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ক্রিজে টিকে থাকা জো রুট সাজঘরে ফিরে যান। তারপর ফিরে যান জনি বেয়ারস্টোও। তাঁর সংগ্রহ 36। এরপর ব্রিটিশ ব্যাটেলিয়ানে ধস নামতে শুরু করে। একে একে ফিরে যান জস বাটলার, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রডরা।

যখন ইংল্যান্ডের স্কোর 286, তখন নয় উইকেট হারিয়ে ধুকছিল ব্রিটিশ দল। কার্যত ভেন্টিলেশনে থাকা ইংল্যান্ডকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তোলেন বেন স্টোকস। তাঁর 135 রানে অপরাজিত থাকা মূলত জয়ের মুখ দেখায় ইংল্যান্ডকে। অবশেষে এই জয় সমতায় ফেরল ইংল্যান্ডকে।

Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version