পূর্ব কলকাতার 58 নং ওয়ার্ড SC-ST ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত শনি ও রবিবার হয়ে গেলো দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট। রবিবার শীল লেন ময়দানের নৈশালোকে এই টুর্ণামেন্টের ফাইনালে গোবরা উজ্জ্বল সঙ্ঘ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে ‘বান্টি রাউথ মেমোরিয়াল ট্রফি এবং রাণার্স দলকে ‘শশাঙ্ক শেখর সরকার মেমোরিয়াল ট্রফি’ তুলে দেন রাজ্যের কারা ও সংশোধনাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, নয়ন খটিক। সোসাইটির সম্পাদক অলক খাটুয়া অংশগ্রহণকারী দলগুলি ও অতিথিদের ধন্যবাদ জানান। গোটা অনুষ্ঠানটি দক্ষতার পরিচালনা করেন নিতাই সরকার,কল্লোল চৌধুরিরা। ধ্রুবজ্যোতি সেনের প্রানবন্ত ঘোষনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

আরও পড়ুন-সারদা কাণ্ডে সিবিআই দফতরে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন
