নভেম্বরেই করতারপুর করিডর খুলে দেবে পাকিস্তান

ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে যতই উত্তেজনা থাকুক, করতারপুর করিডর স্থায়ীভাবে চালুর ক্ষেত্রে তা অন্তরায় হবে না বলে জানিয়ে দিল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী ফিরদৌস আশিক আওয়ান ট্যুইট করে জানিয়েছেন, নভেম্বরে নির্ধারিত সময়েই করতারপুর করিডরের উদ্বোধন হবে। পাক প্রশাসন জানিয়েছে, গুরু নানকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা করতারপুর শিখদের অতি পবিত্র ধর্মস্থান। তাই পুণ্যার্থীদের জন্য করতারপুরের দরজা সবসময় খোলা থাকবে।

আরও পড়ুন – সারদা কাণ্ডে সিবিআই দফতরে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন

Previous articleদু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট ঘিরে ট্যাংরায় উদ্দীপনা
Next article4 রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন 23 সেপ্টেম্বর