এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ নদিয়ার হরিণঘাটা ব্লকে।এখনও পর্যন্ত ডেঙ্গুতেই এক শিশু -সহ 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত জ্বরে ওই এলাকায় আক্রান্তের সংখ্যা শতাধিক।

সূত্রের খবর, নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবৎ জ্বরের প্রকোপে আক্রান্ত শতাধিক মানুষ।আক্রান্তদের হরিনঘাটা হাসপাতাল,কল্যাণী JNM হাসপাতাল -সহ বিভিন্ন বেসরকারি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
