Saturday, January 31, 2026

দিলীপের বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর: অতি বাড়াবাড়ি করো না, তা না হলে এমন মার মারবো বাড়ির বউ-বাচ্চাও চিনতে পারবে না। একেবারেই হাসপাতালে পাঠিয়ে দেব। আর তা না হলে জঙ্গলমহল বা পাহাড়ে পাঠিয়ে দেব। সেখান থেকে আর বেরোতে পারবেন না। রোজই পাবলিকের হাতে গণ ধোলাই খাবেন। আমি কোন আইপিএস, আইএস, ডব্লুবিসিএসকে ভয় পাই না। আমি অনেক সহ্য করেছি। ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

তিনি আরও বলেন, আমার উপর বহুবার আক্রমণ করা হয়েছে। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তাতেও আমি কিছু বলিনি। চুপচাপ ছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গে 72 জন বিজেপি নেতা-কর্মীকে খুন হতে হয়েছে। এই রাজ্যে 22 হাজার মিথ্যে মামলায় আমাদের নেতাকর্মী কেস দেওয়া হয়েছে। এখনও দু-তিন হাজার বিজেপির কর্মী-সমর্থকেরা মিথ্যে মামলায় জেল খাটছেন। কারুর একফোঁটা চোখের জল আমি বৃথা হতে দেব না বলে হুঁশিয়ারি তাঁর। সব হিসেব কড়ায়-গণ্ডায় ফেরত দেব।

সোমবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় তৃণমূল ও পুলিশকে এভাবেই কড়া ভাষায় হুঁশিয়ার দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “আমি জঙ্গলমহলের ছেলে। কাউকে ভয় পাই না। আর ছেড়েও কথা বলি না। আপনারা আগে মেরে আসুন, কাউকে ক্ষমা করবেন না। যদি আপনারা সত্যি কারোর বাপের ব্যাটা হন তাহলে তা করে দেখাবেন। আর যদি তা না করেন, তাহলে আপনারা বিজেপি করবেন না। আমি স্পষ্ট কথা বলতে ভয় পাই না।”

তিনি আরও বলেন, “দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকে জেল খাটতে হচ্ছে, এর তো কে ছার। দুর্গাপূজার সময় তৃণমূলের বেশকিছু নেতাকে জেলের মধ্যে থেকে পুজো দেখতে হবে। আর কেউ তা বাঁচাতে পারবে না। টিকিট কাটা হয়ে গিয়েছে, শুধুই সময়ের অপেক্ষা। সিবিআই যদি দিল্লী থেকে চেন্নাইতে গিয়ে চিদাম্বরমকে গ্রেফতার করতে পারে।তাহলে দিল্লী থেকে কলকাতায় গিয়ে চোরেদের গ্রেফতার করতে বেশি সময় লাগবে না।”

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে দিদিমণি ভোট লুঠ, ছাপ্পা, খুন, সন্ত্রাস করে ভোটে জিতেছে। এবার উনি বলেছিলেন বিয়াল্লিশে 42। কিন্তু কি হল উল্টে গিয়ে হয়ে গেল বাইশ। হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইভিএম নয়, ব্যালট চাই। ইভিএমে হোক আর ব্যালটে হোক ভোট, বিজেপি জিতবেই বলে মন্তব্য আত্মবিশ্বাসী দিলীপের।

আরও পড়ুন-চাঙ্গা অর্থনীতি চায় RBI, কেন্দ্রের কোষাগারে 1.76 লক্ষ কোটি ঋন অনুমোদন

spot_img

Related articles

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভায় সেবাশ্রয় শিবির, প্রথম দিনেই উপচে পড়া ভিড় 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) 'সেবাশ্রয়' (Sebaashray) কর্মসূচি ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের পর এবার পৌঁছে...

বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি...

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...