রাত পোহালেই অভিষেকের নজরদারিতে তৃণমূলের ছাত্র সমাবেশ, নেত্রীর বার্তার অপেক্ষায় শুরু প্রহর গণনা

রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর শাসক দলের এই ছাত্র সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের বার্তা শুনতে ভিড় উপচে পড়বে তিলোত্তমার বুকে।

28 অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শাসক দলের এই ছাত্র সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই দূরের জেলাগুলি থেকে বিভিন্ন কলেজ-বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা শহরে পাড়ি জমিয়েছে। বুধবার, কলকাতা হাওড়া-দুই চব্বিশ পরগনা-হুগলি সহ কাছের জেলাগুলি থেকে শয়ে শয়ে ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগদান করবেন। তৃণমূলের দাবি, এবারের ছাত্র সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গান্ধী মুর্তির পাদদেশে মহা সমাবেশ উপলক্ষ্যে জেলায় জেলায় বেশ কিছুদিন আগে থেকেই প্রচার শুরু হয়েছিল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কলেজে কলেজে প্রচার চালায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচার চালানোর মধ্যে প্রচারের পাশাপাশি ছাত্র সমাবেশের সমর্থনে পোস্টারিংও চলেছে। এবার সমাবেশে উত্তরবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক পড়ুয়া গান্ধী মূর্তির পাদদেশে আসছেন বলে দলীয় সূত্রে খবর।

রাজনৈতিক মহল মনে করছে, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা বৃহত্তর সমাবেশের আকার নেবে। এবং এই মঞ্চ থেকে ফের কেন্দ্রের বঞ্চনা এবং অসহযোগিতার বিরুদ্ধে সরব হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এখন তিনি কী বলেন, সেই অপেক্ষাতেই চলছে প্রহর গণনা।