Thursday, November 13, 2025

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

Date:

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)। বুধবার দিনভর নবির যে দ্বিতীয় গাড়ির খোঁজ তিন রাজ্যের পুলিশ চালাচ্ছিল, সেই লাল ইকোস্পোর্ট (Ford Ecosport) গাড়িরও খোঁজ পাওয়া গেল। সেই গাড়ি বিস্ফোরক বোঝাই কি না, তল্লাশিতে এনএসজি (NSG)।

লালকেল্লা মেট্রো স্টেশনে হামলার কয়েক ঘণ্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ (CCTV footage) প্রকাশ্যে এসেছিল, তাতে স্পষ্ট দেখা গিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শিক্ষক উমর নবিকে। পরে লালকেল্লা (Lal Quila) পার্কিং লটের সিসিটিভি ফুটেজেও সাদা আই-টোয়েন্টি গাড়ি নিয়ে উমরকে স্পষ্ট দেখা গিয়েছিল। তবে তার উপস্থিতি নিশ্চিত করতে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা ছিল।

পুলওয়ামা থেকে উমরের মা ও দুই ভাইকে আটক করা (detained) হয়েছিল উমরের অস্তিত্ব প্রমাণ করার জন্য। তাঁদের ডিএনএ-র (DNA sample) সঙ্গে মিলে গিয়েছে আই-টোয়েন্টি থেকে পাওয়া নমুনা।

অন্যদিকে, বুধবার দিনভর হরিয়ানা (Haryana) জুড়ে তল্লাশি চালানো হয় একটি লাল ইকোস্পোর্ট গাড়ির সন্ধানে। উমরের দ্বিতীয় গাড়ি ছিল এই লাল ইকোস্পোর্ট গাড়িটি। অনেক রাতে হরিয়ানার খান্ডাভালি এলাকায় উমরেরই একটি বাড়িতে সেই গাড়ির সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন : দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ঘিরে ফেলে হরিয়ানা পুলিশ, জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) এবং দিল্লি পুলিশের তদন্তকারী দল। সেই গাড়িতে কোনও বিস্ফোরক রয়েছে কিনা, তল্লাশির জন্য তলব করা হয় এনএসজি বাহিনী। বৃহস্পতিবার সকালে গ্রামে পৌঁছয় এনএসজি বাহিনী। শুরু হয় গাড়ি তল্লাশি।

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version