Sunday, November 16, 2025

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

Date:

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন শুভমান গিল। শুক্রবার থেকে ইডেনে মহারন , তার আগে ভারতীয় দলের অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে একজনই তিনি শুভমান গিল(Subhaman Gill)।

ম্যাচের আগের দিন সাত সকালে ভারতীয় দলের অনুশীলন গম্ভীরময়। সকাল ৯.৩০ থেকে শুরু হয় ভারতীয় দলের অনুশীলন। শুরুতেই মূল পিচের পাশে নেটে ব্যাট নিয়ে ঢুকে পড়েন ভারত অধিনায়ক। নেট থেকে বেরোলেন প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট পর। এরপরও বিশ্রাম নিলেন না। ফিজিওকে সঙ্গে নিয়ে চলল ফিটনেস ট্রেনিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শত রান অর্ধ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া প্রিন্স। তাই ইডেনে প্রস্তুতিতে কোনও খামতি রাখলেন না।

গিলের ওয়ার্লোড ম্যানেজমেন্ট নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে।সব ফরম্যাটে খেলতে হচ্ছে তাঁকে

এই প্রসঙ্গে গিল বলেন, “চার পাঁচ দিনের মধ্যেই ভিন্ন দেশ থেকে এসে ভিন্ন ফরম্যাট থেকে মানিয়ে নেওয়া সহজ নয়। কিন্তু পেশাদার ক্রিকেটে এটা মানিয়ে নিতে হয়। ওয়ার্কলোড শুরু হয়েছিল এশিয়া কাপ থেকে। এক একটি দেশে গিয়ে খেলতে হয়েছে। মেন্টালি আর ফিজিক্যালি অ্যাডজাস্ট করতে হয়। ফিজিক্যালি আমি ঠিক আছি। মেন্টালি একটু চ্যালেঞ্জ নিতে হয়।”

এই কলকাতায় তার অনেক স্মৃতি ইডেনে খেলতে এসে অতীতের ফিরে গেলেন গিল।।ভারত অধিনায়ক জানিয়েছেন, এখানে যখন খেলি তখন ঘরে খেলার মত লাগে। এখান থেকেই আইপিএল খেলা শুরু হয়। ছয় বছর পর আবার টেস্ট হচ্ছে।।

গিলের কথায়, “কলকাতায় আমার অনেক স্মৃতি। আইপিএলের স্মৃতি। পিসিএস স্টেডিয়ামে যেমন স্মৃতি রয়েছে, কলকাতার সাথেও তেমন। প্রথম টেস্ট ম্যাচ ইডেনে। রঞ্জিতেও খেলতে এসেছিলাম এখানে।”

ইডেনে দর্শকদেরও কিন্তু গিলের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version