এবার অপরূপা পোদ্দার কে ডেকে পাঠালো সিবিআই, কিন্তু কেন?

ফের সক্রিয় সিবিআই। এবার অপরূপা পোদ্দার কে ডেকে পাঠালো।
এবার নারদা মামলায় আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিশ ধরালো সি বি আই।ডি এস পি সিবিআই রঞ্জিত কুমার সাংসদকে আগামী 2 রা নভেম্বর সকাল 11টায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা হতে বলেছেন। আইনজীবির সঙ্গে কথা বলে সিবিআই অফিসে যাবেন বলে জানান সাংসদ অপরূপা পোদ্দার।