Saturday, January 31, 2026

পুজো কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজো ও মহরম সুষ্ঠুভাবে করতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটেয় ওই বৈঠক হবে। সেই বৈঠকে কলকাতা ও তার আশপাশের বড় পুজো কমিটিগুলিকে ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্য পুলিশের কর্তাব্যক্তিরা। এছাড়াও থাকবেন সিইএসি, বিদ্যুৎ বণ্টন কোম্পানি, বন্দর, কলকাতা পুরসভা, দমকলের কর্তারাও।

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস: ছাত্রাবেগে ভাসছে মেয়ো রোড

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুজোর আয়োজন নিয়ে সব পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। সকলের মতামত নেন। পুজোর আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। তাঁর আবেদনে বড় পুজো কমিটিগুলি ছোট পুজোগুলিকে আর্থিকভাবে সাহায্য করে।

পুলিশ, পুরসভা, দমকল, পুজোকমিটির মধ্যে সমন্বয় রেখে পুজোর আয়োজন করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও প্রতিবছর মহালয়ার আগের দিন থেকে উত্তর থেকে দক্ষিণ—পুজো মণ্ডপ ঘুরে বেড়ান। এটা তাঁর জনসংযোগের হাতিয়ার। কমপক্ষে 100 পুজোমণ্ডপে যান মমতা। পুজোর সময় যাতে নির্বিঘ্নে কাটে, তার জন্য পুলিশকে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন-দলে নবাগতদের সতর্ক করলো রাজ্য বিজেপি

এখন তৃতীয়া-চতুর্থী থেকে পুজোর ভিড় শুরু হয়ে যায়, তা সামাল দিতে পুলিশকে আগে থেকে পরিকল্পনা করতেও তাঁর পরামর্শ রয়েছে। সেই সঙ্গে বছর দু’য়েক ধরে তিনি চালু করেছেন পুজো কার্নিভাল। রেড রোডে সেই কার্নিভাল হয়। সেই সঙ্গে রয়েছে মহরম। সেই সব বিষয় নিয়েই শুক্রবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...

উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Massive fire) ছাইয়ের স্তূপ থেকে শনিবার ভোরে উদ্ধার হল আরও দুজনের ঝলসানো দেহ। এই নিয়ে...

বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

বাংলার মানুষকে দেওয়ার জন্য ভাঁড়ার শূন্য বিজেপির। নিজেদের খামতি ঢাকতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতা থেকে মোদি-শাহ। এবার কলকাতার...

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা! বাংলা-বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল

শাহর সভা শুরুর আগেই তার আসল চেহারা বাংলার সামনে তুলে ধরল বাংলার শাসক দল। যে অমিত শাহ ২০১৪...