ওরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চায়: ছাত্র সমাবেশ থেকে কেন্দ্রকে তোপ মমতার

তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ওরা দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করার চেষ্টা করছে। এরা কারও কোনও কথা শোনে না। মানুষের কথা বলার অধিকার নেই। সংবাদমাধ্যমগুলোকে সব কিনে নিয়েছে।’

এখানেই থেমে থাকেন নি তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগের সুরে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। বিজেপিতে যোগ না-দিলে জেলে ভরার ভয় দেখাচ্ছে তারা। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মেনে নিতে রাজি নই।’

আরও পড়ুন – এই কারণে খাদ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন নাম না করে মুকুল রায়কেও আক্রমণ করেন মমতা। বলেন, ‘বলে 107 জন বিধায়কের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে 7 জনের নাম বার কর। এত সস্তা না। আমরা বাংলায় লড়াই করি। তাই ওদের বাংলা চাই। আজ আমার ভাইকে ডেকেছে। কাল আমাকে ডাকবে। আমি ওদের ভয় পাই না।’

লোকসভা নির্বাচনে তৃণমূলের আশানুরূপ ফল না-হলেও তাঁর আত্মবিশ্বাসে যে চিড় ধরেনি ছাত্রছাত্রীদের সামনে এদিন মেয়ো রোডের সমাবেশ থেকে তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – আজকের আঠাশ, আগামীর ইতিহাস: বিধানসভা নির্বাচনে 250টি আসন জিতবে তৃণমূল, দাবি অভিষেকের

Previous articleকেডি সিংয়ের জেরা চলছে সিবিআই দফতরে
Next articleচিদম্বরমের জামিন খারিজ করা বিচারপতি অবসর নিতেই নতুন দায়িত্বে আনলেন মোদি