অবশেষে সিবিআই দফতরে খোঁজ মিললো মুকুলের! কেসটা কী?

এবার নারদাকাণ্ডে চুপিসারে দিল্লিতে সিবিআইয়ের মুখোমুখি হলেন বিজেপি নেতা মুকুল রায়। জানা গিয়েছে, তাঁর ভয়েজ স্যাম্পেল রেকর্ড করা হয়েছে। এদিন বুধবারই নারদা কর্তা ম্যাথু স্যামুয়েল এবং কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারই শেষ লগ্নে নাকি হাজির হন মুকুল। আরও জানা গিয়েছে, ঘণ্টাখানেকেরও বেশি সময় সিবিআই দফতরে হাজির ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। নারদাকাণ্ডে তাঁকেও জেরা করা হয়েছে বলে খবর।

মুকুল রায়ের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। মুকুল রায় সিবিআইয়ের কাছে নাকি দাবি করেছেন, ভিডিয়োয় তাঁকে টাকা নিতে দেখা যায়নি।