জেলে গেলে ভাববো পরাধীন ভারতে আছি, স্বাধীনতার লড়াই লড়ছি: ছাত্রমহলে বার্তা মমতার

কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। কিছু অবসরপ্রাপ্ত লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ছাত্র সমাবেশের সভাস্থল থেকে এমন ভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন।

তিনি বলেন, ‘‌দেশ এমার্জেন্সির দিকে যাচ্ছে। ওয়ান ইলেকশন, ওয়ান লিডার, ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান এমার্জেন্সি। দেশ দখল করবে বলে কিনে নিচ্ছে সব রাজনৈতিক দলকে টাকা দিয়ে। বিজেপিতে যোগ না দিলে জেলে ভরার ভয় দেখাচ্ছে তারা। আমি জেলে যেতে রাজি আছি। কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মেনে নিতে রাজি নই।’‌

এরপরই মুখ্যমন্ত্রীর বলেন, ‘জেলে গেলে ভাববো স্বাধীনতার লড়াই লড়ছি। দেশ পরাধীন হয়ে গিয়েছে। রাজ্যের ছাত্র-যুবরা ভয় পাবেন না। ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রতিবাদে সরব হন। আপনারাই দেশের ভবিষ্যৎ।’

আরও পড়ুন-এবার অপরূপা পোদ্দার কে ডেকে পাঠালো সিবিআই, কিন্তু কেন?

 

Previous articleকেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা
Next articleঋণের টাকা ফেরত চাইতে গিয়ে মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার