Friday, August 22, 2025

কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি নিজে। প্রশাসন ঢুকতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে। কিন্তু সেখানেই থেমে না গিয়ে কাশ্মীরে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বুধবার ইয়েচুরিকে কাশ্মীর যাওয়ার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত ।

একই আর্জি জানিয়ে আলাদাভাবে আবেদন করেছিলেন কাশ্মীরের এক আইনের ছাত্র, মহম্মদ আলিম সইদ। তিনি মা, বাবার সঙ্গে দেখা করার জন্য যেতে চেয়েছিলেন কাশ্মীরে। যাতে স্থানীয় প্রশাসন বাধা দিতে না পারে, সে জন্য তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁকেও অনুমতি দিয়েছে। তাঁদের দু’জনের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-আজকের আঠাশ, আগামীর ইতিহাস: বিধানসভা নির্বাচনে 250টি আসন জিতবে তৃণমূল, দাবি অভিষেকের

ইয়েচুরি, তাঁরই এক দলীয় সহকর্মী মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করার জন্য শ্রীনগরে যেতে চেয়েছিলেন। সংবিধানের 370 ধারা বাতিলের পর একবার তাঁকে শ্রীনগর থেকে ফিরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। তার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। এবং যাওয়ার অনুমতি আদায় করে নিলেন।

দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বুধবার এই দুই আর্জির শুনানিতে বলেছেন, “আপনাদের দু’জনকেই কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া হল। আইনের যে ছাত্রটি আবেদন করেছিলেন তিনি জম্মু ও কাশ্মীরে যেতে পারবেন। মা, বাবার সঙ্গে দেখা করতে অনন্তনাগেও যেতে পারবেন। ফিরে এসে হলফনামাও জমা দিতে পারবেন। ওই ছাত্রের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে।’’

ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়ে বিচারপতি গগৈ বলেছেন, ‘‘আমরা আপনাকে দেখা করার অনুমতি দেব। আপনি কেবল আপনার বন্ধুর সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তো? এই দেশের এক নাগরিক তাঁর বন্ধুর সঙ্গে দেখা করতে চায়। এতে অসুবিধা কোথায়?”
ইয়েচুরির সফরে আপত্তি জানাতে গিয়ে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছিল, সিপিএম নেতার সফরের ফলে কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল হয়ে পড়তে পারে।

আরও পড়ুন-আমাজন অগ্নিকাণ্ড: জি-7 গোষ্ঠীর অর্থ সাহায্য নিতে অস্বীকার ব্রাজিলের

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version