ক্যারাম বলের জন্য বিখ্যাত শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস। কিন্তু এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই বিষয়ে লঙ্কান স্পিনার। যদিও 2015 সালের পর থেকে তাঁকে আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে দেখা যায়নি।

2008 সালে ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছিলেন 34 বছর বয়সী এই স্পিনার। ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে মোট 288টি উইকেট রয়েছে মেন্ডিসের ঝুলিতে। একদিনের ক্রিকেটে দ্রুততম 50টি উইকেট নেওয়া নজির গড়েছেন তিনি। এমনকি বিশ্বের একমাত্র বোলার হিসেবে টি-20 ক্রিকেটে দু’বার ছ’টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর।

মেন্ডিসের অবসরের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি ট্যুইট করে লেখেন, ‘সংক্ষিপ্ত কিন্তু দারুণ কেরিয়ারের জন্য তোমায় অভিনন্দন মেন্ডা। চোটের জন্য তোমার কেরিয়ার সংক্ষিপ্ত হল। তবে ভাগ্য তোমার সামনে আরও দরজা খুলে দেবে। ভালো থেকো।
