300 একর জমিতে জঙ্গল! জানেন কোথায়?

মণিপুরের রাজধানী ইম্ফল। ইম্ফলের লঙ্গল পাহাড় এলাকায় 300 একর জমি দিয়ে তৈরি হয়েছে একটি জঙ্গল। এই জঙ্গলটি তৈরি করেছে 45 বছর বয়সী এক ব্যাক্তি নাম মৈরাংথেম লোইয়া। তিনি জঙ্গলটির নামকরন করেছেন পুনশিলোক জঙ্গল।

আরও পড়ুন-নাইজেরিয়দের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ ধৃত 2

2002 সালে তিনি প্রথম এই জঙ্গল গড়ার কাজ শুরু করেন। দীর্ঘ 18 বছর টানা পরিশ্রম করে তিনি এই জঙ্গলটি তৈরি করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, এই জঙ্গলে এখন 250 রকমের গাছ এবং 25 রকমের বাঁশ পাওয়া যায়। এছাড়া সাপ, পাখি এবং অন্যান্য বন্যজন্তু এই জঙ্গলে বসবাস করে বলে তাঁর দাবি।

মৈরাংথেম লোইয়ার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন মণিপুরের মুখ্য বন সংরক্ষক কেরেইলহৌভি অঙ্গামি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং দূষণ রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন-এবার কিছুদিন আর্দ্রতার সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম, নাজেহাল হবে রাজ্যবাসী

Previous articleসোমবার পর্যন্ত ফের CBI হেফাজতে চিদম্বরম
Next articleগণধর্ষিতা কিশোরীর মৃত্যু! পিছনের কারণটা আরও করুণ