Saturday, November 15, 2025

চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Date:

লেক টাউনে চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কয়েকশো দুষ্কৃতি তাঁকে আক্রমণ করেছে বলেই অভিযোগ।

লেক টাউনে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে।
চা চক্র শিরোনামে দলের জনসংযোগ কর্মসূচিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকাল 7টা নাগাদ লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় দিলীপ ঘোষ গেলে তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার মানুষ। সমর্থকরা। যদিও তাতে কর্ণপাত করেননি দিলীপবাবু। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই। কোথাও না কোথাও চা খেতে যাই। আজ এখানে এসেছিলাম। তৃণমূল যে আমাকে নিয়ে এত চিন্তিত তা ভেবেই ভাল লাগছে। আমার সামনে চেয়ার, টেবিলে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এর চেয়ে বেশি তৃণমূলের থেকে আশা করিনি।”

বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি হলেও সকাল থেকে ওই এলাকায় তাদের কর্মী, সমর্থকদের বাধা দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয়। ঘটনায় বিজেপির তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি ঘাসফুল শিবিরের।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version