Thursday, November 13, 2025

চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Date:

লেক টাউনে চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কয়েকশো দুষ্কৃতি তাঁকে আক্রমণ করেছে বলেই অভিযোগ।

লেক টাউনে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে।
চা চক্র শিরোনামে দলের জনসংযোগ কর্মসূচিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকাল 7টা নাগাদ লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় দিলীপ ঘোষ গেলে তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার মানুষ। সমর্থকরা। যদিও তাতে কর্ণপাত করেননি দিলীপবাবু। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই। কোথাও না কোথাও চা খেতে যাই। আজ এখানে এসেছিলাম। তৃণমূল যে আমাকে নিয়ে এত চিন্তিত তা ভেবেই ভাল লাগছে। আমার সামনে চেয়ার, টেবিলে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এর চেয়ে বেশি তৃণমূলের থেকে আশা করিনি।”

বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি হলেও সকাল থেকে ওই এলাকায় তাদের কর্মী, সমর্থকদের বাধা দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয়। ঘটনায় বিজেপির তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি ঘাসফুল শিবিরের।

Related articles

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...
Exit mobile version