Tuesday, November 11, 2025

উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে ব্যাঙ্গাত্মক কমেডি ছবি তৈরি হচ্ছে পাকিস্তানে

Date:

জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। এমনকী, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও নাকি নিতে শুরু করেছে ইমরান খানের সরকার!‌ এরই মধ্যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ভারতকে হেঁটা করতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে নাকি ব্যাঙ্গাত্মক কমেডি ছবি তৈরি হতে চলেছে পাকিস্তানে।

এদিকে, বলিউডে অভিনন্দনকে নিয়ে ইতিমধ্যেই ছবির তোড়জোড় শুরু হয়ে গেছে। অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, তিনি অভিনন্দন বর্তমান ও তাঁর জীবন নিয়ে ছবি তৈরি করবেন। বিবেক বলেছেন, ‘‌ভারতীয় হিসেবে অভিনন্দনের জন্য গর্ব অনুভব করি। তাই ওর জীবনকে ছবির মাধ্যমে তুলে ধরতে চাই।’‌ ছবির নামকরণ করা হয়েছে ‘‌বালাকোট’‌। যেখানে ভারতীয় বায়ুসেনার পাক সীমান্তে ঢুকে এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অভিনন্দনের পাক সেনার হাতে বন্দি হওয়া এবং সাহসিকতার পরিচয় দেওয়া থেকে মুক্তি–সবকিছুই দেখানো হবে।

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই

এবার জানা যাচ্ছে, পাকিস্তানের বিনোদন জগৎও নাকি অভিনন্দনকে নিয়ে হাসির ছবি তৈরি করতে চায়। বলিউডকে একহাত নেওয়ার জন্য আগামী মাসেই ছবির কাজ শুরু করতে চান নির্মাতারা। পাক অভিনেতা আব্বাসী বলেছেন, ‘‌পাকিস্তানি দর্শকদের জন্য একটা চমক অপেক্ষা করছে।’‌ ছবিটি নাকি মুক্তি পাবে 2020 সালের 27 ফেব্রুয়ারি। প্রসঙ্গত, 2019 সালের 27 ফেব্রুয়ারি পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন অভিনন্দন।

আরও পড়ুন – জামিন চান না, উল্টে আরও দু’দিন CBI হেফাজতে থাকতে চান চিদম্বরম

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version