15 মিনিট ধরে আকাশে দেখা গেল “আগুন রামধনু”

সাত রঙে রঙীন ‘আগুনে রামধনুর’ দেখা মিলল সিঙ্গাপুরের আকাশে। প্রায় 15 মিনিট ধরে এই রামধনু দেখা যায় । মেঘে সূর্যের আলো ঠিকরে একটি রামধনু দেখা দিয়েছিল সিঙ্গাপুরের আকাশে, তা দেখে বিস্মিত হয়েছে গোটা সিঙ্গাপুরবাসী।

এই রামধনু দেখে এক দর্শক বিবিসিকে জানিয়েছেন, বিকেলের দিকে রামধনুর ছবিগুলো তুলেছেন। তিনি জানিয়েছেন, “ছোট একটি কমলা রঙের বৃত্ত দিয়ে এর শুরু, এরপর এটি বড় হতে শুরু করে আর অন্যান্য রঙ দেখা দিতে শুরু করে। প্রায় 15 মিনিট ধরে রঙের এই খেলা চলে, এরপর ধীরে ধীরে এটি আকাশে মিলিয়ে যায়। এই বিরল ঘটনার দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।