কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup) জিতেছে ভারতীয় মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের জন্য চাকরি ফিরে পাচ্ছেন বাবা।
মধ্যপ্রদেশের ক্রিকেটার ক্রান্তি গৌড়(Kranti Gaud) একটা সময় পুলিশের কনস্টেবলের চাকরি করতেন। কিন্তু ২০১২ সালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাঁর চাকরি চলে যায়।একটা সময় ক্রান্তির বাবা হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত হন। রাতারাতি পথে নেমে যায় গোটা পরিবার।
এর জন্য তাদের আর্থিক সমস্যার মধ্যে যেমন পড়তে হয় তেমনই সামাজিক উপহাসেরও স্বীকার হতে হয়। আট সদস্যের পরিবারে যাতে কোনও আঁচ না লাগে, তার জন্য বাস কন্ডাক্টর হিসাবে কাজ করেছেন।
শুক্রবার ভোপালে এক সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব সম্মানিত করেছেন ক্রান্তিকে। সেখানেই তাঁর বাবার চাকরি পুনর্বহালের আশ্বাস দিয়েছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার।
মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী সারঙ্গ বলেছেন, রাজ্য সরকার ক্রান্তিকে খুব শীঘ্রই সরকারি চাকরির প্রস্তাব দেবে। ক্রান্তির বাবা মুন্নালাল সিংকে পুলিশ বিভাগ সাসপেনড করেছিল। সেই বিষয়টা নিয়ে তদন্ত চলছে এখনও। খুব তাড়াতাড়ি তাঁর সাসপেনশন তুলে নেওয়া হবে।
এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে যান ক্রান্তি। উপস্থিত সকলে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সমর্থন জানিয়ে করতালি দিয়ে স্বাগত জানান।
–
–
–
