Wednesday, August 27, 2025

মায়াঙ্ক -বিরাট যুগলবন্দিতে প্রথম দিনের শেষে কিংস্টনে স্বস্তিতে ভারত

Date:

সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে ফেলেছে ভারত। শুক্রবার থেকে কিংস্টনের বাইশ গজে বসেছে দ্বিতীয় টেস্টের আসর। সেখানে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং দাপটে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়া ধরাশায়ী হলেও ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক বিরাট কোহলির যুগলবন্দিতে প্রথম দিনের শেষে ভাল স্কোর তুলেছে কোহলি ব্রিগেড।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক। সেই মত ব্যাট হাতে ওপেন করতে দেখা যায় কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালকে। রাহুল সফল না হলেও ব্যাট হাতে এদিন সফল হন দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক। 127 বল খেলে 55 রানের একটি ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেটে ক্যাপ্টেন কোহলি নেমে শতরান করতে না পারলেও 76 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে স্বস্তি দেন। প্রথম দিনের শেষে 5 উইকেট খুইয়ে 264 রান করেছে ভারত। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে 62 রান যোগ করেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (অপরাজিত 46) ও ঋষভ পন্থ (অপরাজিত 27)।

ম্যাচ শেষে মায়াঙ্ক আগারওয়াল বলেন, ‘পরিস্থিতি বেশ কঠিন ছিল। প্রথম সেশনে বল সুইং করছিল। কেমার রোচ ও জেসন হোল্ডার দারুণ জায়গায় বল করছিল। আমাদের কাজটা মোটেই খুব একটা সহজ ছিল না। পিচ প্রথম দিকে ভীষণ স্যাঁতসেঁতে ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দারুন জায়গায় রয়েছি। এইরকম পিচে দিনের শেষে 5 উইকেট হারানোরটা অনেক বড় কৃতিত্বের।’ এখন দ্বিতীয় দিনের শুরুটা কেমন হয় বা শেষ অবধি খেলার রাশ ভারতের হাতে থাকে কিনা, সেটাই দেখার।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version