Thursday, August 28, 2025

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে নিয়ম মেনে নির্বাচনের কোনও উদ্যোগ নেই, নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ এআইএফএফ (All India Football Federation) প্রেসিডেন্ট কল্যাণ চৌবেসহ শীর্ষকর্তারা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে অসন্তুষ্ট বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। সংবিধান তৈরি করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন না করলে এবার নির্বাসিত হতে পারে এআইএফএফ (AIFF)। চিঠি দিয়ে ওয়ার্নিং ফিফার (FIFA)।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাসন ফুটবল বিশ্বের ইতিহাসে নতুন কথা নয়। ২০২২ সালে যখন ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করা হয়, তখন তা তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটি কমিটি গঠন করা হয়েছিল। আর ভিত্তিতেই বর্তমানে পদে রয়েছেন কল্যাণ। কিন্তু বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার পর্যবেক্ষণ AIFF-এ যাঁরা ক্ষমতায় রয়েছে, তাঁরা ক্ষমতা আঁকড়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। কোনও ভাবেই সংবিধান তৈরি করে নতুন নির্বাচনের উদ্যোগ নেননি। পাশাপাশি ভারতীয় ফুটবলের মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে কিছুই নেই। দেশীয় ক্লাব এবং ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছেলেখেলা চলছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আইএসএলের (ISL) ক্লাবগুলোও। ভারতের ফুটবল লিগ আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক ফুটবলারের সংগঠন FIFPRO ফিফাকে চিঠি লিখে জানিয়েছে যে এদেশে ফুটবলাররা কর্মহীন।

এরপরই ফিফার তরফ থেকে চিঠি দিয়ে নির্বাচন করানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme court) আদেশ অনুযায়ী FIFA ও AFC র নিয়ম মেনে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। AIFF-এর পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদন করানো বাধ্যতামূলক। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে। তা না হলে চিরদিনের মতো নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল সংস্থা!

ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার চিঠিতে সবথেকে বেশি চাপে পড়েছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। পদে বহাল থাকতে তিনি যে ইচ্ছাকৃতভাবেই নির্বাচন করাতে চাইছিলেন না সেটা জলের মতো পরিষ্কার। ভারতে সম্প্রতি ক্রীড়া বিল পাশ হয়েছে। তার ভিত্তিতে এখনই নির্বাচন করতে হলে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না কল্যাণ। এবার ফিফা, ক্রীড়া বিল ও এএফসি সম্মিলিত নিয়মের বাইরে, তৃতীয় পক্ষ যদি এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে এটা যে ভারতীয় ফুটবলের জন্য খুব একটা সুখকর হবে না তা পত্রবোমায় বুঝিয়ে দিয়েছে ফিফা। সূত্রের খবর এই চিঠি পাওয়ার পরে বুধবার বিকেলে ফেডারেশন ও FSFL আলোচনায় বসতে চলেছে। বৃহস্পতিবার সুপ্রিম শুনানির আগে চিন্তায় ভারতীয় ফুটবল মহল।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version