কিংস্টনে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ। শুক্রবার থেকে এই ম্যাচ শুরু হয়েছে। আর এই টেস্টের প্রি ও পোস্ট ম্যাচ বিশ্লেষণ এবং ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন কিংবদন্তি প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডস। শুক্রবার ম্যাচ শুরুর আগে ম্যাচ বিশ্লেষণে যোগ দিয়েছিলেন ভিভ। কিন্তু হঠাৎই তিনি বিশ্লেষণের মাঝে অসুস্থ হয়ে পড়েন।

কোনওও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি 67 বছরের প্রাক্তন ক্রিকেটারকে ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়। মূলত, অত্যাধিক গরমের জন্য তাঁর ডিহাইড্রেশন হয়েছিল বলে জানা গিয়েছে। শরীরে জলের পরিমাণ কমে যাওয়াতেই প্রি ম্যাচ বিশ্লেষণের মাঝে অসুস্থ বোধ করেন ভিভ। তবে সাময়িক বিশ্রামের পর কমেন্ট্রিতে ফিরে আসেন তিনি।
