NRC ইস্যুতে মমতার ট্যুইট! কী বললেন তিনি?

এনআরসি ইস্যুতে আজ, রবিবার ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাগরিকপঞ্জি থেকে প্রায় 1 লক্ষ গোর্খার নাম বাদ পড়ায় আমরা হতচকিত।


পাশাপাশি তিনি বলেন, অনেক প্রকৃত ভারতবাসীই নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন। দেশের বহু সেনা এবং সিআরপিএফ জওয়ানদের পরিবারও এই তালিকায় বাদ পড়েছেন। এমনকী বাদ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের নামও। সরকারের উচিৎ প্রকৃত ভারতীয়দের প্রতি সুবিচার করা এবং সুনিশ্চিত করা, যাতে কোনও ভারতীয় এই তালিকা থেকে বাদ না পড়েন।


আরও পড়ুন-13 সেপ্টেম্বর পে-কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার ইঙ্গিত শুভেন্দুর