সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী। কিন্তু সুখের সময় বেশিদিন স্থায়ী হবে কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা গেছে। এর জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই দু-তিন ডিগ্রি করে ঊর্ধ্বমুখী হতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। রবিবার সকালে হালকা কুয়াশার দেখা মিলেছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে পারদপতন অব্যাহত। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি, পুরুলিয়ায় উষ্ণতা নামল ১২ ডিগ্রিতে।
আবহবিদরা বলছেন, রবিবার রাতের পর থেকে বাতাসের গতি পরিবর্তন হবে। পশ্চিমী শীতল শুষ্ক বাতাসের প্রভাব কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার পাশাপাশি বঙ্গোপসাগরের গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়। মঙ্গলবার পর্যন্ত রাতের উষ্ণতা বাড়বে, সাময়িক উধাও হবে শীত। ছুটির দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। পার্বত্য জেলায় ২০০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।
–
–
–
–
–
–
–
–
