শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর (Accident in J & K)। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এসইউভি (sports utility vehicle) গাড়ির সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৫। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত প্রায় ১০.৩০ মিনিটে বুদগামের পালার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নয় জনকে উদ্ধার করে এরপর পুলিশের তৎপরতায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)।
–
–
–
–
–
–
–
–
