জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তি শেষ পর্যন্ত রীতিমতো সংঘর্ষে পরিণত হয়। ঘটনার জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি স্বামী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলির সঙ্গে কিছুদিন আগে বিয়ে হয় রুবিনার। অভিযোগ, বিয়ের পরও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন শাহজাহান। বিষয়টি জানতে পেরে স্বামীর উপর নজরদারি শুরু করেন রুবিনা। এরপরই ধরা পড়ে স্বামী ও তাঁর প্রাক্তনের ঘনিষ্ঠ চ্যাট—যেখানে ওই মহিলা নাকি শাহজাহানকে ‘সোনা’ বলে সম্বোধন করছিলেন। এর আগে ইনস্টাগ্রামে শাহজাহানের এক পোস্টে সেই প্রাক্তন প্রেমিকা ‘লাভ রিঅ্যাক্ট’ করায় রুবিনার সন্দেহ আরও ঘনীভূত হয়।
এ নিয়ে দম্পতির মধ্যে অশান্তি চরমে ওঠে। রুবিনার অভিযোগ, প্রথমে তাঁকেই মারধর করেন শাহজাহান। এরপর তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দুই পরিবারের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, রুবিনা ও তাঁর পরিবারের সদস্যরা শাহজাহানকে বেধড়ক মারধর করেন। আহত হন শাহজাহানের পরিবারের কয়েক সদস্যও।স্থানীয়রা জানান, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। গুরুতর জখম অবস্থায় শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন – বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত
_
_
_
_
_
_
_
