সোমবার চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার ও রোভার

সোমবার নয়া ইতিহাস সৃষ্টি করতে চলেছে চন্দ্রযান-2। দীর্ঘ যাত্রাপথের একাধিক বাধা কাটিয়ে অবশেষে চাঁদের কক্ষপথের একেবারে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-2।

সব কিছু ঠিক থাকলে সোমবার ভারতীয় সময় দুপুর 12টা 45 থেকে 1টা 45-এর মধ্যে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভার। তারপরে আর চারদিন, শুক্রবার রাতেই অর্থাৎ 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে প্রথমবার পা রাখবে ভারতীয় ল্যান্ডার।

আরও পড়ুন-বুদ্ধবাবুকে ইলিশ পাঠালেন কে এবং কেন?

 

Previous articleBREAKING: অর্জুনকে নিয়ে উত্তপ্ত বিধানসভা, মার্শাল দিয়ে বের করা হল বিজেপি বিধায়ককে
Next articleচাকু হাতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আটক যুবক