মঙ্গলবার নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

নিজাম প্যালেস থেকে বেরিয়ে দমদমের সাংসদ সৌগতবাবু বলেন, “সিবিআই কোর্টের অর্ডার রয়েছে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য। সেই জন্য আমায় ডাকা হয়েছিল। দু’জন সাক্ষীকে সামনে রেখে আমার ভয়েস সিবিআই রেকর্ড করেছে।”

নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ আদালতের দ্বারস্থ হলেন। প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের ভাই আদালতের কাছে আবেদন জানিয়েছেন, গত ডিসেম্বরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। এবং তিনি এখন কথা বলার অবস্থায় নেই। তাই তাঁকে যেন আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এ দিন কলকাতা হাইকোর্টে উকবালের আইনজীবী এই মর্মে পিটিশন দাখিল করেছেন। সূত্রের খবর, বুধবার এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন-এ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন

