Thursday, November 13, 2025

ব্ল্যাক ম্যাজিক করার অভিযোগে পাথর দিয়ে থেঁতলে খুন এক প্রৌঢ়াকে

Date:

ব্ল্যাক ম্যাজিক, বা কালা জাদু এই কথাটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত। গ্রাম বাংলার দিকে এই কালা জাদুর প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এর সাহায্যে মূলত সাধারণ মানুষের ক্ষতি সাধন করা হয়। এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে বলে ধারণা গ্রামের মানুষদের। আর এই ভিত্তিহীন সন্দেহের জেরে বহুবার বহু মানুষকে বিনা দোষে প্রাণ হারাতে হয়েছে। ফের সেরকমই একটি ঘটনার নজির উঠে এল ঝাড়খণ্ডের লোহারডাগা জেলার ঝালজামেন্দ্র গ্রামে।

আরও পড়ুন-পতিতদার সঙ্গে আর দেখা হল না, কুণাল ঘোষের কলম

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শাহনাই ওরাঁও বয়স (52)। ঘটনার সূত্রপাত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে। ওই গ্রামেরই এক বাসিন্দা বিরসা ওরাঁওয়ের মৃত্যু হয় সে দিন। একমাত্র শাহনাই ছাড়া গ্রামের সকলেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে গোটা গ্রাম যেখানে অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়েছে, শাহনাই কেন এলেন না সেখানে?  এখান থেকেই গ্রামবাসীদের তার প্রতি এই বিরূপ ধারণা জন্ম নেয়, যে বাড়িতে বসে ‘কালা জাদু’ করছে শাহনাই! এই ধারণা গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা তার উপর ক্ষুব্ধ হয় এবং তাঁকে মারতে তাঁর বাড়ি চড়াও হয়। প্রবল মারের চোটে জ্ঞান হারান ওই বৃদ্ধা। তখনই গ্রামবাসীরা পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহনাইয়ের।

আরও পড়ুন-কাকে ‘নতুন বউ’ বললেন দিলীপ?

এর পর গ্রামবাসীরা তাঁর দেহ গ্রামেরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ফেলে দিয়ে আসে। ঘটনার খব্র পেয়ে ঘটনাশলে পৌচ্ছায় পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে। গ্রামের মানুষের এমন নিষ্ঠুর আচরণ দেখে হতবাক গোটা সমাজ। শুধুমাত্র কুসংস্কারের বশবর্তী হয়ে একজন বৃদ্ধাকে এইভাবে খুন করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ইতিমধ্যে শাহনাইয়ের ছেলের বয়ানের ভিত্তিতে একটি অভিযোগও দায়ের করে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের খুঁজে বার করা হবে শীঘ্রই। কালা জাদুর ধারণা থেকেই শাহনাইকে খুন করা হয়েছে নাকি এর পিছনে ব্যক্তিগত কোনও শত্রুতা রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-ডাক্তার নিগ্রহের শাস্তি 10 বছরের জেল, বিল আনছে কেন্দ্র

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version