Thursday, November 13, 2025

ডাক্তার নিগ্রহের শাস্তি 10 বছরের জেল, বিল আনছে কেন্দ্র

Date:

দেরিতে হলেও সক্রিয় হলো কেন্দ্র। ডাক্তার-নিগ্রহে এবার নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। এই নতুন বিল পাশ হলে চিকিৎসক নিগ্রহের শাস্তি হবে 10 বছরের জেল অথবা 10 লক্ষ টাকার জরিমানা।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, নতুন এই বিল পাশ হলে, কড়া আইনের জেরে দেশে চিকিৎসক নিগ্রহের ঘটনা হ্রাস পেতে পারে।

মাস দুয়েক আগে NRS হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুতে জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় এবং আর একজন জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করে মৃতের পরিবার ও প্রতিবেশীরা। মাথার খুলি ফেটে গেছিল পরিবহ’র। ঘটনার জেরে এ রাজ্য-সহ সারা দেশ তোলপাড় হয়েছিল। গত সপ্তাহে অসমের চা বাগানের বৃদ্ধ চিকিৎসক দেবেন দত্ত’র মৃত্যু হয়েছে। 73 বছরের ওই চিকিৎসককে প্রহার করেছিলো মৃতের পরিবার।এই মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে।
এই ঘটনার পর আর দেরি করেনি কেন্দ্র। মঙ্গলবারই নতুন বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্র। ‘হেল্থকেয়ার সারভিস পার্সোনেল ও ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট’ নামের এই বিলে কড়া শাস্তির কথা বলা হয়েছে। চিকিৎসকদের উপর কোনও রকম নিগ্রহ করলে বা হাসপাতালে ভাঙচুর চালালে 10 বছরের জেল হতে পারে অভিযুক্তদের। অথবা জরিমানা হতে পারে 10 লক্ষ টাকা।
শুধু চিকিৎসকদের উপরেই নয়, চিকিৎসাকর্মীদের গায়ে হাত তুললেও তা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এই নতুন বিলে। কেন্দ্র জানিয়েছে, যেভাবে দেশ জুড়ে চিকিৎসকদের ওপর গণপিটুনির ঘটনা ঘটছে, তা বন্ধ করতে উদ্যোগী সরকার। এ জন্য নতুন বিলের খসড়া প্রস্তাব নিয়ে জনতার কাছ থেকেও মতামত জানতে চেয়েছে কেন্দ্র। তবে তা পাঠাতে হবে নোটিস প্রকাশের 30 দিনের মধ্যে।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version