Friday, November 14, 2025

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ ‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’ ও আনন্দপুর সলিল চৌধুরী বার্থ সেন্টেনারি সোসাইটির উদ্যোগে প্রকাশিত হল বিশেষ ‘স্বর্ণমুদ্রা’। কিংবদন্তি শিল্পীর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক ও সলিল কন্যা অন্তরা চৌধুরী।

সলিল চৌধুরীর রাজনীতি, কবিতা, গানের সুর, কথা, মানুষকে এক সূত্রে বেঁধে ফেলার জন্যে যথেষ্ট। তাঁর গান অনেক ছোট ছোট গল্পের ঠাসবুনটে তৈরি এক বিশাল সমাবেশ বলাই যায়। তাঁর সঙ্গীতজীবন যেন এক বিরাট রঙিন কার্পেট, যা অজস্র সুরের সুতোর সূক্ষ্ম নকশা। এদিনের জমজমাট অনুষ্ঠানে সলিল চৌধুরীর দুই কন্যার অনবদ্য সঙ্গীত পরিবেশনে সুর মেলালেন শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট। বাবার নামে মেট্রো স্টেশনের নামকরণ না করা নিয়ে আক্ষেপ করে অন্তরা জানান, ” আজ পর্যন্ত একটা মেট্রো স্টেশনও গড়ে উঠল না বাবার নামে।৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শনিবার রবীন্দ্র সদনে দেখানো হল তাঁর লেখা এবং সুরে তৈরি হিন্দি ছবি ‘দো বিঘা জমিন’-এর রেস্টোর্ড ভার্সন। এমন একটা গল্প পুরো পৃথিবীকে একটা নতুন দিক দেখিয়েছে। তবু এখন একটা ছবি হলেও তো দেখানো হচ্ছে। এটাও তো অনেক সময় হয়নি।”

বাবাকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বাবার এই যে সেন্টেনারি একটা স্টার্ট। এবার একে একে বাবার অনেক কাজ দেখবে মানুষ ৷ এই মেলোডি আর হবে না। অলরেডি একশোটা নোটেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এটা ধারাবাহিকভাবে পাওয়া যাবে। সবাই যেন ঠিক নোটেশনে গাইতে পারে বাবার গান চলছে। অনেকদিন ধরেই ভাবছি, এখানে একটা আর্কাইভ করা দরকার । শিকাগো ইউনিভার্সিটির সঙ্গে জোট বেঁধে আমরা ডিজিটাল আর্কাইভ করেছি।”

সবমিলিয়ে আজকের এই স্বর্ণমুদ্রা প্রকাশের অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে আপ্লুত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। জানিয়ে দিলেন, ”সলিল চৌধুরী একটা আবেগ। সেই আবেগকে সম্মান জানিয়েই এই মুদ্রা প্রকাশ। সাথে থাকছে তাঁর সই করা বাঁশি যা ত্রিপুরার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করতে হবে পরবর্তী প্রজন্মের মধ্যে এই মানুষটির শিল্পীসত্তার বীজ বপন করার জন্য।”

আরও পড়ুন- আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version