Friday, November 14, 2025

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

Date:

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী রূপ নেয়। প্রতিবছর জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেন। এই মৃত্যুহার কমাতে যৌথ উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে চালুর আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় শুরু হচ্ছে এই প্রকল্প। বাংলায় ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লককে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সোনারপুরের ৬বি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। প্রায় দেড় হাজার প্রবীণ নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। টিকা নেওয়া প্রত্যেক প্রবীণকেই বিমার আওতায় আনা হবে। ভ্যাকসিনের পর কোনও শারীরিক অসুবিধা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে, বিমার সুবিধার মাধ্যমে তার খরচ বহন করা হবে। এজন্য বিশেষ চিকিৎসক ও নার্সের দল নিযুক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, টিকাকরণের আগে এলাকায় প্রচার চালানো হবে। মানুষকে ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে ও বিভ্রান্তি দূর করতে সচেতনতামূলক প্রচার চলবে।

স্বাস্থ্য সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি প্রবীণ নাগরিককে দুটি ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী দুই বছর তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হবে, যাতে ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া মূল্যায়ন করা যায়। দেশের বিভিন্ন রাজ্যের রিপোর্ট বিশ্লেষণ করে স্বাস্থ্য মন্ত্রক পরবর্তী পদক্ষেপ ও সর্বভারতীয় পর্যায়ে প্রকল্প চালুর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version