মমতার উপর হাজরায় হামলা, 30 বছর পর রায় 12ই

সরকারি আইনজীবীরা আগেই আদালতে বলেছিলেন, প্রায় 30 বছর আগে, 1990 সালের 6 আগস্ট, হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার নিয়ে আর মামলা চালানোর কোনও অর্থ হয়না। সেই মামলার নিষ্পত্তির আবেদনও করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী 12 সেপ্টেম্বর এই মামলার রায় দেবেন আলিপুর আদালতের ষষ্ঠ বিচারক পুষ্পল শতপথী।
আদালতের খবর, 1990 সালে মমতার উপরে হামলার ঘটনায় লালু আলম সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ভবানীপুর থানা। সেই মামলায় 1992 সালে মমতাও সাক্ষ্য দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই মামলার বিচার আলিপুর আদালতে চলছে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়ার জন্য লালু আলমের আইনজীবী সম্প্রতি আবেদন জানান। বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। সরকারি আইনজীবীদের তরফে জানানো হয়, ওই ঘটনার 5 প্রত্যক্ষদর্শী সাক্ষী ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাই অপরাধ প্রমাণের সম্ভাবনা খুবই কম। তাই মামলাটির নিষ্পত্তি করে দেওয়া হোক। লালুর আইনজীবীর তরফেও মঙ্গলবার বিচারকের কাছে একই আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক জানান, 12 সেপ্টেম্বর তিনি এই বিষয়ে রায় দেবেন।’’

Previous article15 দিনের মধ্যে উপত্যকা থেকে বাড়তি বাহিনী ফেরাতে চায় কেন্দ্র: অমিত শাহ
Next articleরাজীবকুমার কেন রুদ্ধদ্বার ঘরে শুনানি চাইলেন?