বৌবাজার ধস কাণ্ড: বিদেশ থেকে উড়িয়ে আনা হলো 3 বিশেষজ্ঞকে

এবার বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গে ধস পরীক্ষা করতে বিদেশ থেকে উড়িয়ে আনা হল তিন বিশেষজ্ঞকে। গতকাল মঙ্গলবার রাতেই তাঁরা কলকাতায় এসে পৌঁছান। এঁদের মধ্যে দু’জন মাটি বিশেষজ্ঞ এবং অন্যজন সুড়ঙ্গ বিশেষজ্ঞ।

হংকংয়ের জন এনরিকর্দ এবং তাঁর সঙ্গে রয়েছেন আইআইটির আমন্ত্রিত লেকচারার ডা. পিছুমনি। এঁরা দু’জন মাটি বিশেষজ্ঞ। এসেছেন সুড়ঙ্গ বিশেষজ্ঞ জে ব্রিজ ক্রিস্টোফার হলও। সুড়ঙ্গ বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক স্তরে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। এই বিশেষজ্ঞদের সঙ্গে রয়েছেন মেট্রো রেলের বিশেষজ্ঞরাও। বুধবার এই তিন বিশেষজ্ঞ ধসে যাওয়া সুড়ঙ্গ ও এলাকা ঘুরে দেখেছেন।

আরও পড়ুন-ফের দাদাগিরি অটো চালকদের! তারপর যা ঘটলো